করোনার জন্য বাইরেই চলছিল চাল বিতরণের কাজ। এমনসময় হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অঙ্গনওয়াড়ির ছাদ। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন অঙ্গনওয়াড়ির কর্মী ও আগত মা-শিশুরা।
পুরুলিয়া জেলার সাঁতুড়ি থানার কিনাইডি গ্রামে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরটি। গ্রামবাসী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি। করোনার জন্য বসিয়ে বা রান্না করে শিশু ও মায়েদের খাওয়ানো বন্ধ রয়েছে। তাই বুধবার সকালে চাল বিতরণ করার জন্য অঙ্গনওয়াড়িটি খোলা হয়। সেই সময়ই ভেঙে পড়ে ছাদের একাংশ।
গ্রামবাসীর দাবি, ওই কেন্দ্রে ছোট শিশু ও তাদের মায়েদের নিত্য আসা যাওয়া। এই অবস্থা থাকলে যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব কেন্দ্রটি সংস্কারের দিকে প্রশাসনের নজর দেওয়া উচিত।
Post a Comment
Thank You for your important feedback