রাজ্যের মন্ত্রীকেই ‘ছাগল’ বললেন অনুব্রত


নিজের দলের বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে ছাগল-পাগল বলে কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শনিবার বোলপুর তৃণমূল বুথ ভিত্তিক কর্মিসভার তিনি এই মন্তব্য করেন। উল্লেখ্য, গতকালই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি অভিযোগ করেন, মঙ্গলকোট, কেতুগ্রামে তাঁকে সভা করতে বাধা দেওয়া হচ্ছে। সভা করলে তাঁর অনুগামীদের হুমকি দেওয়া হচ্ছে। সেটা অনুব্রত মণ্ডল করাচ্ছেন বলেই দাবি করেছিলেন তৃণমূল বিধায়ক। 




এদিন এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি কটাক্ষের সুরে বলেন, ও কী বলল আমার দেখে লাভ নেই, ছাগল-পাগলের দল, এই ব্যাপারে আমার কোনও ইন্টারেস্ট নেই। আমি আগেও বলেছি, এখনও বলছি গুরুত্ব দিতে রাজি নই। এদিন কর্মিসভার পর সাংবাদিকদের কাছে তিনি ফের দাবি করেন, আসন্ন বিধানসভায় তৃণমূল ২২০-২৩০ আসন পাবে। বাকিরা বাকি আসন ভাগ করে নেবে। আর মূল বিরোধী দল বিজেপি সম্পর্কে অনুব্রতর ভবিষ্যৎবাণী ২০ আসনও পার করতে পারবে না বিজেপি, এমনকি বীরভূমে খাতাও খুলতে পারবেন না তাঁরা।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post