মাত্র ২১ বছরে মেয়র সিপিএমের আর্যা!


এখনও তিনি বিএসসি ম্যাথসের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিরুঅনন্তপুরমের মেয়র হিসেবে শপথ নিতে চলেছেন ইলেক্ট্রিশিয়ান বাবার মেয়ে ২১ বছরের আর্যা রাজেন্দ্রন। পুরভোটে জেতার পর তাঁকেই তাঁর দল সিপিএম মেয়র পদে নির্বাচিত করেছে। কেরলের রাজধানীতে বামগণতান্ত্রিক ফ্রন্ট ১০০ ওয়ার্ডের মধ্যে জিতেছে ৫১টিতে।

দেশের সর্বকনিষ্ঠ মেয়র হতে চলা আর্যা অল সেন্টস কলেজে পড়েন। জিতেছেন মুন্ডাভানমুকাল কেন্দ্র থেকে। বাবা কে এম রাজেন্জদ্রনের কথায়, তাঁদের পুরো পরিবারই সিপিএমের সদস্য। আর্যার মা শ্রীলতা জীবনবিমার এজেন্ট। ভাই অরবিন্দ কাজ করেন মধ্যপ্রাচ্যে। 

আর্যা যোগ দেন এসএফআইয়ে। এখন তিনি রাজ্য কমিটিরও সদস্য।  শনিবারই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তাঁর নাম। কেরলে পুরসভায় অর্ধেক আসনই সংরক্ষিত মহিলাদের জন্য, মেয়র পদে মহিলারা আসেন পালা করে। গতবার মেয়র ছিলেন ভি কে প্রশান্ত। এবার কোনও মহিলার মেয়র হওয়ার কথা। সিপিএম দুই মহিলা নেত্রীকে মেয়র হিসেবে ভোটে তুলে ধরলেও তাঁরা হেরে গিয়েছেন। আর্যাকে মেয়র করায় খুশি কেরলের বিদগ্ধজনেরাও। নতুন প্রজন্মের কাছে তাঁদের অনেক আশা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم