আইএসএলের শুরুটা ভালো হয়নি ইস্টবেঙ্গলের। অভিযান শুরুর প্রথম তিন ম্যাচ হেরে ধুঁকছিল ফাওলারের দল। তারপর ধীরেধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে লাল-হলুদ শিবির। কয়েকটি ম্যাচে পিছিয়ে থেকেও ড্র করে ১ পয়েন্ট পেয়েছে। শেষ ম্যাচে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে পিছিয়ে থেকেও ম্যাচ ড্র করে ফাওলারের ছেলেরা। এখন ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে লিগের দশম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল।
As per mutual agreement, Ankit Mukherjee and the club have decided to part ways.
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 29, 2020
We wish Ankit all the best in his career going forward! #ATKMohunBagan #Mariners #JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/9KABhYBT5T
চেন্নাইয়ানের সঙ্গে ম্যাচের পরই ৯ জন ফুটবলারকে ছেড়ে
দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ইস্টবেঙ্গলের তরফে।এছাডা় শোনা গিয়েছিল
মোহনবাগানের থেকে কয়েকজন ফুটবলার নেওয়ার কথাও। এবার নতুন বছরের শুরুতেই
ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে মোহনবাগান থেকে অঙ্কিত মুখোপাধ্যায় ইস্টবেঙ্গল
দলে প্রবেশ করার পথে। কার্যত এযেন ঘরের ছেলে ঘরেই ফিরতে চলেছে। কারণ তাঁর
উত্থান ইস্টবেঙ্গল ফুটবল দল থেকেই।চলতি মরশুমের আইএসএলে হাবাসের দলে খেলার
সুযোগ পাননি তিনি। মঙ্গলবার এটিকে-মোহনবাগানের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল
অঙ্কিত মুখোপাধ্যায়কে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback