লিগ শীর্ষে যাওয়ার সুযোগ এটিকে-মোহনবাগানের


আইএসএলের অভিযান শুরুর প্রথম তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করে হাবাসের দল। কিন্তু চতুর্থ ম্যাচে ইস্পাত নগরীর দল জামসেদপুরের কাছে বাধা পায় রয় কৃষ্ণরা। শেষ ম্যাচেও হায়দারবাদের সঙ্গে ড্র করে ১ পয়েন্ট পায় এটিকে-মোহনবাগান। বুধবার ফাতোরদা স্টেডিয়ামে জয়ে ফেরার লড়াই হাবাসের দলের সামনে। এদিন ফাতোরদায় এডু গার্সিয়াদের প্রতিপক্ষ হুয়ান ফেরান্ডোর দল এফসি গোয়া। তাঁরা টানা দু ম্যাচে জিতে আত্মবিশ্বাসী। অন্যদিকে, গত দু ম্যাচে জয়ের মুখে দেখেননি রয় কৃষ্ণরা। তাই এদিনের ম্যাচে বাড়তি গুরুত্ব দিচ্ছে হাবাসের দল এটিকে-মোহনবাগান। 

এদিনের ম্যাচে দু দলের সমর্থকরা তাকিয়ে রয়েছেন লিগের দুই সেরা স্ট্রাইকারের লড়াইয়ের দিকে। একদিকে গোয়ার স্প্যানিশ স্ট্রাইকার ইগর অ্যাঙ্গুলো ৬ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা। অন্যদিকে ৪ গোল করে তৃতীয় স্থানে রয়েছে এটিকে-মোহনবাগানের রয় কৃষ্ণ। গোলের জন্য দল তাকিয়ে রয়েছে রয় কৃষ্ণার মতই দুরন্ত ছন্দে থাকা মনবীরের দিকে। ওপরদিকে চলতি মরশুমে পাঁচ ম্যাচ খেলেও বেশি গোল খেতে হয়নি প্রীতম কোটালদের। সেই শক্তিশালী রক্ষণভাগকেই এবার এফসি গোয়ার বিরুদ্ধে ধরে রাখা বড় চ্যালেঞ্জ সন্দেশ ঝিঙ্গনদের কাছে। এটিকে-মোহনবাগান ৫ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। তাই এফসি গোয়ার বিরুদ্ধে এদিনের ম্যাচ জিতলে লিগ শীর্ষে পৌঁছাতে পারে হাবাসের দল।      



ছবি সৌজন্য : ATK Mohun Bagan FC-এর  টুইটার 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post