চতুর্থ জয়ের লক্ষ্যে আজ হাবাসের দল

সপ্তম আইএসঅলে পর পর তিন ম্যাচ জয় পেয়ে উজ্জীবিত রয়েছেন এটিকে-মোহনবাগানের সমর্থকরা। সোমবার তাঁরা জামশেদপুর এফসি-র বিরুদ্ধে নামবে চতুর্থ জয়ের লক্ষ্যে। তবে এই ম্যাচ নিয়ে কিছুটা হলেও দলের চিন্তিত হেড কোচ হাবাস। ডিফেন্স থেকে ফরওয়ার্ড লাইন নিয়ে কোচ হাবাস চিন্তামুক্ত ঠিকই। কিন্তু মাঝমাঠ নিয়ে তাঁর কপালে চিন্তার ভাঁজ। 

এডু গার্সিয়া ও ডেভিড উইলিয়ামস চোটের কারণে গত ম্যাচগুলি খেলেননি। তাই মাঝমাঠে সেভাবে খেলা তৈরি করতে পারেনি এটিকে-মোহনবাগানের খেলোয়াড়রা। তবে সোমবারের ম্যাচে এডু গার্সিয়া ও ডেভিড উইলিয়ামস খেলতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন স্প্যানিস কোচ। যদিও তাতে মাঝমাঠের সমস্যা কতটা কাটিয়ে উঠতে পারবে রয় কৃষ্ণরা সেই নিয়ে চিন্তিত হাবাস। হাবাস বলেছেন, ‘ডিফেন্স ও ফরোয়ার্ড নিয়ে আমি চিন্তিত নই। কিন্তু মাঝমাঠ ডিফেন্স ও ফরওয়ার্ডের মধ্যে সেতু বন্ধন ঘটাতে ব্যর্থ হচ্ছে দল’।      

অপরদিকে জামশেদপুর এফসি খুব একটা ভালো জায়গায় নেই লিগ টেবিলে।  চেন্নাইয়ান  এফসির কাছে প্রথম ম্যাচ হেরে বাকি দু ম্যাচ ড্র করেছে তাঁরা। ফলে তাঁদের পক্ষে কতটা লড়াই দেওয়া সম্ভব জয়ের সরণীতে থাকা এটিকে-মোহনবাগানকে হারাতে। ইস্পাতনগরীর দলের কোচ ওয়েন কয়েল বললেন, ‘মানছি, এটিকে মোহনবাগান অনেক ওজনদার দল। তবে আমাদের ডিফেন্সকে খাটো করে দেখবেন না। রয় কৃষ্ণকে আটকে দেওয়ার ক্ষমতা ওরা রাখে’। সপ্তাহের প্রথম দিন সন্ধ্যায় দুদলের দ্বৈরথের দিকে তাঁকিয়ে পাশাপাশি দুই রাজ্যের ফুটবলপ্রেমী মানুষ। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post