বক্সিং ডে টেস্টে দাপট ভারতের, ১৯৫ রানে অল আউট অস্ট্রেলিয়া



বক্সিং ডে টেস্টে ব্যাট টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অজি অধিনায়ক টিম প্যানি। ব্যাট করতে নেমে ১৯৫ রানে প্রথম ইনিংস শেষ হল অস্ট্রেলিয়ার। ভারতীয় পেসার থেকে বোলারদের দাপটে থেমে যায় অজি ব্যাটসম্যানরা। ব্যাট করতে নেমে দিনের শেষে ১১ ওভারে এক উইকেট হারিয়ে ভারতের রান ৩৬। ক্রিজে রয়েছেন শুভমান গিল (২৮) ও চেতাশ্বর পূজারা (৭)।  

মেলবার্নের টেস্টে প্রথম ইনিংসের শুরুতেই হোঁচট খেয়েছে ভারতীয় দল। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মিচেল স্টার্কের শেষ বলে শূন্যতেই আউট হেয়ে যান মায়াঙ্ক আগারওয়াল। চেতাশ্বর পূজারা ও  শুভমান গিলের জুটি ক্রিজে থেকে ভারতের স্কোর বোর্ডকে এগিয়ে নিয়ে যান।

ব্যাট করতে নেমেই অশ্বিনের জোড়া উইকেটে ধাক্কা খায় টিম প্যানির অস্ট্রেলিয়া। জো বার্নস (০),ও ম্যাথু ওয়েডকে (৩০) রান করেই ফিরতে হয়। ভারতে বিরুদ্ধে শূন্য রানে মাঠ ছাড়তে হয় অশ্বিনের বলে আউট হয়ে স্টিভ স্মিথকে। ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে সমস্যায় পড়েছিল অস্ট্রেলিয়া। লাবুসান ৪৮ রান করে সিরাজের বলে আউট হয়েছেন। অজি অধিনায়ক টিম প্যানি মাত্র ১৩ রান করেছেন। এদিন সকাল থেকে অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিন। তিনি ৩ উইকেট পেয়েছেন। যশপ্রীত বুমরা শেষ দুই উইকেট নিয়ে থামিয়ে দেন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। বুমরা ৪ উইকেট নিয়েছেন বক্সিং ডে টেস্টে। টেস্টের অভিষেক ম্যাচেই দুই উইকেট পান মহম্মদ সিরাজ।    



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post