অ্যাডিলেডে ভারতীয় বোলারদের দাপট

বৃহস্পতিবার থেকে অ্যাডিলেড স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম পিঙ্ক বলের টেস্ট ম্যাচ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট করতে নেসেই অজি বোলারদের বলে আউট হয়ে এক এক করে উইকেট হারায় টিম ইন্ডিয়া। তিন উইকেট হারানোর পর ভারতের রান এগিয়ে নিয়ে যান অধিনায়ক কোহলি, রাহানে ও পূজারা। তাতেও শেষরক্ষা হয়নি কোহলির দলের। দ্বিতীয় দিনের শুরুতে ২৩৩ রান করে অল আউট হয়ে যায় ভারতীয় দল।

 
অস্ট্রেলিয়া ওপেনিংয়ে নেমেই দু উইকেট হারায় ভারতীয় পেসার বুমরার বলে। লাবুশানের দুটি ক্যাচ পড়ে যাওয়ায় তিনি ৪৭ রান করেন। তখনই দাপট দেখান ভারতীয় একমাত্র স্পিনার রবিচন্দ্র অশ্বিন। অজি অধিনায়ক ৯৯ বলে ৭৩ রান করেন এদিনের ম্যাচে। অন্য কোনও অজি ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি ভারতীয় বোলারের কাছে। এই ম্যাচের প্রথম ইনিংসে ৪টি উইকেট পেয়েছেন রবিচন্দ্র অশ্বিন। ৩টি বুমরার ও ২টি উইকেট উমেশ যাদবের দখলে। টিম অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯১ রান করে অল আউট হয়ে যান। ভারতীয় দল দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৬ ওভারে ৯ রান করেছে। ক্রিজে রয়েছেন মায়াঙ্ক আগারওয়াল (৫) ও যশপ্রীত বুমরা (০)। ওপেনিংয়ে নেমে ক্যামিন্সের বলে ৪ রান করে আউট হয়ে যান পৃথ্বী শ।  

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post