অমিতের সভায় বিপুল ভিড় কর্মী, নেতাদের


মেদিনীপুরে এই সভায় বিশাল ভিড় হয়। সকাল থেকে দূরদূরান্ত থেকে লোকজন এসে ভিড় করেন। এসেছিলেন প্রচুর বাসভর্তি সমর্থক। ছিলেন শুভেন্দুর সমর্থকরাও। সভায় ছিলেন মেদিনীপুর পুরসভার তৃণমূলের প্রাক্তন পুরপ্রধান প্রণব বসু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি, রমাপ্রসাদ গিরি, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক স্নেহাশিস ভৌমিক, জেলা পরিষদ অধ্যক্ষ তপন দত্ত। ছিলেন কিষান খেতমজুর সংঘের জেলা সভাপতি দুলাল মুর্মু, গড়বেতা ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিনহা, প্রাক্তন কর্মাধ্যক্ষ কাবেরী চট্টোপাধ্যায়রা।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post