রবিবার ফাতোরদা স্টেডিয়ামে ব্যাঙ্গালুরুর প্রতিপক্ষ ছিল কিবু ভিকুনার দল কেরালা ব্লাস্টার। প্রথার্ধের ১৭ মিনিটে রাহুল গোল করেন তাতেই এগিয়ে যায় কেরালা । তবুও ম্যাচ শেষে জিততে ব্যর্থ ভিকুনার দল। ম্যাচের ২৯ মিনিটে ব্যাঙ্গালুরুরের হয়ে সিলভা গোল করেন ও ম্যাচের সমতা ফেরায়। প্রথমার্ধে শেষে খেলার ফলাফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণ বাড়ান সুনীল ছেত্রীরা। ৫১ মিনিটে এরিক পারতালু ও ৫৩ মিনিটে ডিমাস ডেলগাডো গোল করেন, তাতে আরও কিছুটা অনেকটাই এগিয়ে দেয় ব্যাঙ্গালুরুকে। পাল্টা আক্রমণ করে ৬১ মিনিটে একটি গোল করেন কেরালার জর্ডান। ম্যাচের ৬৫ মিনিটে ব্যাঙ্গালুরুরর হয়ে শেষ গোলটি করেন অধিনায়ক সুনীল ছেত্রী। ব্যাঙ্গালুরু ও কেরালা ব্লাস্টারের ম্যাচ শেষে ফলাফল ৪-২। পাঁচ ম্যাচে তিনটিতে হেরে ও দুটিতে ড্র করে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে।
Four goals. Three points. The Blues are #HungryForNew! pic.twitter.com/fSp20jg1kN
— Bengaluru FC (@bengalurufc) December 13, 2020
রবিবার তিলক ময়দান স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে নর্থ ইস্টের বিরুদ্ধে বলের দখল বেশি রেখেও ম্যাচ ড্র করল চেন্নাইয়ান এফসি। ম্যাচের শুরু থেকেই দু দলের আক্রমণ ছিল চোখে পড়ার মতো। কিন্তু দু দলের রক্ষণভাগই আটকে দেয় দু দলের স্ট্রাইকারদের। এছাড়া বহুবার সুযোগ পেয়ে গোল করতে পারেনি দু দলই। পাহাড়ের দল নর্থ ইস্ট চলতি মরশুমে এখনও অপরাজিত। ৬ ম্যাচ খেলে লিগ তালিকার ২ নম্বরে। অপরদিকে চেন্নাইয়ান পাঁচ ম্যাচের একটি ম্যাচে জয় পেয়ে লিগ তালিকার ৮ নম্বরে রয়েছে।
Honours even after an intense 90 minutes.#AllInForChennaiyin #NEUCFC pic.twitter.com/4D30DRIcFd
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) December 13, 2020
Post a Comment
Thank You for your important feedback