বৃহস্পতিবার রাতে জিএমসি স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ ভারতের দল ব্যাঙ্গালুরু এফসি ও ওডিশা এফসি। শেষ তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে স্টেভেন টেলরের দল। তাঁরা চলতি মরশুমে দুটি গোল করে সাত গোল খেয়েছেন। অন্যদিকে শেষ তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জিতে ও একটি ড্র করে মোট ৯ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের ৪ নম্বরে রয়েছেন সুনীল ছেত্রীরা। ওডিশার বিরুদ্ধে নামার আগে ব্যাঙ্গালুরুর কোচ কার্লেস কুদ্রাত বলেছেন, আইএসএলে কোনও দলকেই হাল্কাভাবে তিনি নেননি। এই ম্যাচ জিতে ৩ পয়েন্ট পাওয়াই তাঁর দলের লক্ষ্য।
শেষ ম্যাচে কেরলের বিরুদ্ধে পেনাল্টি নষ্ট করলেও, চোখ ধাঁধানো গোল করে ফুটবল প্রেমীদের মন জিতেছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। ওডিশার কোচ স্টুয়ার্ট ব্যাক্সটার বলেছেন, তাঁদের আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে হবে ও বলকে নিজেদের দখলে রাখতে হবে বলে বার্তা দেন দলের খেলোয়াড়দের। এদিনের ম্যাচে ওডিশা জয়ের জন্য ও অন্যদিকে ব্যাঙ্গালুরু ম্যাচ জিতে পয়েন্ট বাড়ানোর লক্ষ্যে মাঠে নামবে।
Post a Comment
Thank You for your important feedback