ভারত পেট্রোলিয়াম বেসরকরি, রান্নার গ্যাস কী হবে?

 


২০২০-২০২১ অর্থবর্ষে ভারত পেট্রোলিয়াম বা BPCL এর বিলগ্নিকরণ সম্পূর্ণ করতে চায় কেন্দ্রীয় সরকার। বিক্রি করা হবে সরকারের হাতে থাকা ৫৩ শতাংশ শেয়ার। এরপরই প্রশ্ন, তবে কি সমস্যায় পড়বেন রান্নার গ্যাসের গ্রাহক? তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, এই সংস্থা বেসরকারি হাতে গেলেও কেন্দ্রের ভর্তুকি পাবে। তাঁর দফতর জানিয়েছে, ভর্তুকি প্রক্রিয়াটি সঠিক পথে চালাতে সংস্থার LPG ব্যবসাকে আলাদা শাখার অধীনে নিয়ে আসা হবে।

বিভিন্ন তেল সংস্থার প্রায় ২৮.৫ কোটি গ্রাহক আছেন। তারা ১২টি করে ১৪.২কেজির রান্নার গ্যাস ভর্তুকি পান। অবস্থা বুঝে ডিসেম্বরে আরও ৫০ টাকা ভর্তুকি হতে পারে। কিন্তু গ্রাহকদের মনে শঙ্কা, বেসরকারি হয়ে গেলে তারা কেন দিনের পর দিন দাম ঠিক রেখে সরকারের প্রতিশ্রুতিতে ভর্তুকি দেবেন। সরকার থেকে জানানো হয়েছে, যাই হোক না কেন,তারা জনতার কথা মাথায় রেখে ব্যবস্থা নিচ্ছেন।   

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post