এবার করোনায় আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। নাড্ডা নিজেই টুইটে এই খবর জানিয়ে বলেছেন, তিনি স্বেচ্ছা গৃহবন্দি রয়েছেন। করোনা সংক্রান্ত সব নিয়মবিধি মেনে চলছেন। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের নিজেদের নমুনা রীক্ষা করিয়ে নিতে এবং গৃহবন্দি থাকতে অনুরোধ করেছেন।
कोरोना के शुरूआती लक्षण दिखने पर मैंने टेस्ट करवाया और रिपोर्ट पॉजिटिव आई है। मेरी तबीयत ठीक है, डॉक्टर्स की सलाह पर होम आइसोलेशन में सभी दिशा- निर्देशो का पालन कर रहा हूँ। मेरा अनुरोध है, जो भी लोग गत कुछ दिनों में संपर्क में आयें हैं, कृपया स्वयं को आइसोलेट कर अपनी जाँच करवाएं।
— Jagat Prakash Nadda (@JPNadda) December 13, 2020
সম্প্রতি পশ্চিমবঙ্গে সফরে ছিলেন নাড্ডা। সেখানে একাধিক সভা ও বৈঠকে যোগ দিয়েছেন তিনি। রাজ্যস্তরের বিজেপি নেতাদের তাঁর সঙ্গে দেখা গিয়েছে। রাজ্য নেতাদের স্বভাবতই চিন্তা বেড়েছে।
Post a Comment
Thank You for your important feedback