তৃণমূলের রিপোর্ট কার্ডের পাল্টা বিজেপির ‘টিএমসি ফেল কার্ড’


গত ১০ বছরের শাসনকালে তৃণমূল সরকারের সাফল্যের খতিয়ান নিয়ে রিপোর্ট কার্ড প্রকাশ করেছিল শাসকদল। এবার তার পাল্টা দিল বিজেপিও। তাঁরা তৃণমূল সরকারের ১০ বছরের ব্যর্থতা নিয়ে প্রকাশ করল “তৃণমূল ফেল কার্ড”। তাতে রাজ্যের অর্থনীতি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তৃণমূল সরকারের ব্যর্থতা তুলে ধরা হয়েছে। সোমবারই বিজেপি সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে এই রিপোর্ট কার্ড প্রকাশ করেন বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। উপস্থিত ছিলেন বিজেপির অন্যতম মুখপাত্র শমীক ভট্টাচার্য। স্বপন দাসগুপ্ত বলেন, বিগত দশ বছরে তৃণমূল সরকারের ব্যর্থতার কাহিনি আমরা বুকলেট দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেব। 

এই বুকলেটে শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক, স্বাস্থ্য, শিক্ষা, মহিলা সুরক্ষা-সহ আরও অনেক বিষয়ে রাজ্য সরকারের ব্যর্থতার খতিয়ান রয়েছে। এককথায় এটা বাংলায় তৃণমূল সরকারের ব্যর্থতা ও দুর্দশার কাহিনি। তিনি আরও অভিযোগ করেন, NCRB রিপোর্টে মহিলাদের ওপর অত্যাচার ও আক্রমণে বাংলা দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। আর ধর্ষণ ও অ্যাসিড হামলায় পশ্চিমবঙ্গ প্রথম স্থানে রয়েছে। শমীক ভট্টাচার্য জানান, বাংলায় কোনও বিনিয়োগ নেই। বেকারত্ব ও শিল্প বন্ধে রাজ্য অনেকটাই এগিয়ে। অপরদিকে মুখ্যমন্ত্রী ক্রমাগত মিথ্যে কথা বলে চলেছেন। তাই বিজেপির তরফে রিপোর্ট কার্ড প্রকাশ করা হল। তাঁর আরও অভিযোগ, তৃণমূলের প্রকাশ করা রিপোর্ট কার্ড আসলে অসত্য, বাস্তবের থেকে অনেকটাই দূরে। বাংলায় বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক তরজা বৃদ্ধি পাচ্ছে। একুশের ভোটকে পাখির চোখ করে বিজেপি নেতৃত্ব সমান তালে লড়াই দেবে বলেই জানিয়ে দিয়েছেন স্বপন দাসগুপ্ত।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post