হালিশহরে বিজেপি কর্মী খুনে গ্রেফতার তিন

 
বিজেপি কর্মীর হত্যার ঘটনা নিয়ে উত্তপ্ত হালিশহর। রবিবারও এলাকা থমথমে। শনিবার রাতে সৈকত ভাওয়াল নামে ৩৫ বছরের বিজেপির ওই কর্মীকে পিটিয়ে মারা অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় রবিবার সকাল পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে তিনজনকে। তারা হল সোমনাথ গাঙ্গুলি, অভিজিৎ দাস ও বাবাই। আটক আরও কয়েকজন। 
 
বিজেপির অভিযোগ, হালিশহর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বারেন্দ্র গলি সংলগ্ন এলাকায় শনিবার বিকেলে গৃহসম্পর্ক অভিযানে অংশ নিয়েছিলেন সৈকত। তাঁর ওপর তখনই বাইকে আসা জনাকয়েক দুষ্কৃতী হামলা চালায়। তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ ও স্থায়ীন বিধায়ক শুভ্রাংশু রায় হাসপাতালে যান। তাঁদের অভিযোগ, পরিচিত তৃণমূলের দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। তৃণমূল পাল্টা এর পিছনে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post