পার্থিব বিদায় নিলেন ক্রিকেট থেকে


মাত্র ৩৫ বছর বয়সেই সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন উইকেটকিপার, ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। বিশেষজ্ঞদের মতে ট্রাজিক হিরো অফ ক্রিকেট। ২০০২ এ সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে ভারতীয় দলে নিয়ে আসেন কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তাঁকে সাইড লাইন চলে যেতে হয়। পার্থিবের প্রচুর সেঞ্চুরি আছে গুজরাতের হয়ে। ভারতীয় দলে আসেন মাত্র ১৭ বছর ১৫৩ দিন বয়সে এবং সর্বকনিষ্ঠ হিসেবে পাকিস্তানের হানিফ মহম্মদের ১৭ বছর ৩০০ দিনের রেকর্ড ভাঙেন। ভারতীয় টিমের হয়ে ২৫ টেস্টে তাঁর সংগ্রহ ৯৩৪ রান। উইকেটের পিছনে আউট করেছেন ৭২টি। ৩৮টি ওয়ানডে’তে ৭৩৬ রান করেছেন পার্থিব। উইকেটের পিছনে ক্যাচ এবং স্ট্যাম্পিং মিলিয়ে শিকার করেছেন ৩৯টি। দেশের হয়ে টি-২০ খেলেছেন মাত্র ২টি। প্রথম শ্রেণীর ক্রিকেটে পার্থিবের রেকর্ড দারুণ।  ১৮৭ ম্যাচে তাঁর ঝুলিতে ১০ হাজার ৭৯৭ রান। 

পার্থিব সুযোগ পেলে অনেক বড় রেকর্ড করতে পারতেন কিন্তু ২০০৩ এর বিশ্বকাপে সৌরভ, অনিয়মিত রাহুল দ্রাবিড়কে দিয়ে উইকেটকিপিং এর দায়িত্ব দেন। তাঁর জায়গা দখল করেন দীনেশ কার্তিক। পরে মহেন্দ্র সিং ধোনি। ধোনি আসতে দলে সুযোগ মিলতই না। দ্বিতীয় উইকেটকিপার হয়ে সাইডলাইনেই তাঁর পাকাপোক্ত স্থান হয়। IPL-এ একটি দলের অধিনায়ক হলেও ফের অনিয়মিত হয়ে পড়েন। অবশেষে বুট জোড়া তুলেই রাখলেন পার্থিব।                  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post