ঠাণ্ডায় কষ্টে উত্তরপ্রদেশের বয়স্করা, সাহায্যের আশ্বাস সোনুর

ফের শিরোনামে সোনু সুদ। লকডাউন পর্বে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরানোর জন্য বাসের ব্যবস্থা করা বা ট্রেনের ও বিমানের টিকিট কেটে দেওয়া, বারবারই  সাহায্যের হাত বাড়িয়েছেন সোনু। এবার উত্তর ভারতের দুঃস্থ মহিলাদের পাশে দাঁড়ালেন এই অভিনেতা। 


কয়েকদিন আগেই টুইটারে সোনু সুদকে ট্যাগ করে এক ব্যক্তি জানান, গোটা উত্তর-পূর্ব ভারত কাঁপছে কনকনে ঠান্ডায়। শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের বারাণসী থেকে ৮০ প্রায় কিমি দূরে মির্জাপুর এবং সোনভদ্রের প্রায় ২০টি গ্রামের বাসিন্দাদের অবস্থা খুবই শোচনীয়। বিশেষত ঠান্ডায় খুবই কষ্ট পাচ্ছেন বয়ষ্কারা। বিষয়টি নজরে আসতেই সাহায্যের হাত বাড়িয়ে দেন সোনু সুদ। তিনি বলেন, মির্জাপুর,ও সোনভদ্রের ওই গ্রামগুলির প্রবীণ মানুষদের আর ঠান্ডায় কষ্ট পেতে হবে না। শুধু বয়ষ্করাই শুধু নন, ওই এলাকার কোনও মানুষকেই আর শীতে কষ্ট পেতে হবে না। যত দ্রুত সম্ভব শীতবস্ত্র ও কম্বল পৌঁছে দেওয়া হবে তাঁদের কাছে। 

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post