লালু প্রসাদ যাদবের শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্তিকর মন্তব্য করায় বিপাকে পড়লেন তাঁর চিকিৎসক। বর্ষীয়ান এই নেতার কিডনি মাত্র ২৫ শতাংশ কাজ করছে বলে সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন তাঁর চিকিৎসক উমেশ প্রসাদ। এরপরই রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (RIMS)-এর তরফে এই মন্তব্যকে ‘বিভ্রান্তিকর’ বলে জানানো হয়। এমনকি শোকজও করা হয় উমেশ প্রসাদকে।
এক বিবৃতিতে হাসপাতাল
কর্তৃপক্ষ জানায়, ডঃ উমেশ প্রসাদের বক্তব্য একান্তই তাঁর নিজস্ব মত। লালু
প্রসাদ যাদবের শারীরিক পরিস্থিতি সম্পর্কে মেডিক্যাল বোর্ডের বুলেটিনই সঠিক
তথ্য। তিনি আপাতত স্থিতিশীল রয়েছেন। তবে ইতিমধ্যেই ডঃ উমেশ প্রসাদ লিখিত
ভাবে জানিয়েছেন, লালু প্রসাদের শারীরিক অবস্থা নিয়ে সংবাদমাধ্যমকে তিনি
কোনও তথ্য ফাঁস করেননি।
উল্লেখ্য, লালু প্রসাদের শরীর বর্তমানে ঠিক আছে। তাই এবার তাঁকে জেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ঝাড়খণ্ড হাইকোর্টে আবেদন করেছে সিবিআই। অভিযোগ এরমধ্যেই তাঁর শারীরিক অবস্থা ভাল নয় বলে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন তাঁর চিকিৎসক। তবে এমন বিভ্রান্তিকর তথ্য দিয়ে আখেরে লালুপ্রসাদকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিজেপি। ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র প্রতুল সাহদেওর দাবি, সিবিআইয়ের উচিত এর পিছনে কোনও উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা।
Post a Comment
Thank You for your important feedback