মুকুল-শীলভদ্র বৈঠক, জোর জল্পনা রাজনৈতিক মহলে

হঠাৎই বিজেপি নেতা মুকুল রায়ের বাড়িতে শীলভদ্র দত্ত মঙ্গলবার সন্ধ্যায় মুকুলের সল্টলেকের বাড়িতে বৈঠক করেন তাঁরা কয়েকদিন আগেই দলের কিছু কার্যকলাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত আর এই প্রেক্ষিতেই মুকুল রায়ের সঙ্গে তাঁর বৈঠক ঘিরে কানাঘুষো শুরু হয়েছে রাজনৈতিক মহলে। 
প্রসঙ্গত, অসুস্থতার কারণে বেশ কয়েকদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন না বিধায়ক তবে কয়েকদিন আগে থেকেই নানা বিষয়ে দলের বিরুদ্ধে তোপ দেগে খবরের শিরোনামে এসেছেন শীলভদ্র দলের প্রতি ক্ষুব্ধ এই তৃণমূল বিধায়কের মানেভঞ্জন করতে তাঁ সঙ্গে দেখাও করতে যান তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থার সদস্যরা তাতে বিশেষ লাভ হয়নি, উলটে দলের কোনও প্রতিনিধি দেখা করতে না আসায় কিছুটা ক্ষুব্ধই হয়েছিলেন তিনি সেই কথা আঁচ করতে পেরে তড়িঘড়ি সেদিন সন্ধ্যেতেই বিধায়কের সঙ্গে দেখা করতে যান রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগণার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু সূত্রের খবর খাদ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেননি তিনি এবার মুকুল রায়ের সঙ্গে ব্যারাকপুরের বিধায়কের মঙ্গলবারের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনীতিবিদরা।                    

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم