শাহর সঙ্গে বৈঠক ব্যর্থ, বাতিল আজকের কেন্দ্র-কৃষক বৈঠক

ব্যর্থ হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কিছু কৃষক নেতার বৈঠক। মঙ্গলবার রাতের সেই বৈঠকে কোনওরকম সংশোধন নয়, তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে অনড় রইলেন কৃষকরা। কেন্দ্রও আইন বাতিলে রাজি নয়। ফলে বুধবার কেন্দ্রের সঙ্গে তাঁদের প্রস্তাবিত বৈঠক হচ্ছে না। সারা ভারত কিষাণসভার নেতা হান্নান মোল্লা জানিয়েছেন, কেন্দ্রের তরফে তাঁদের কাছে এদিন একটি লিখিত প্রস্তাব পাঠানো হচ্ছে। তা নিয়ে এদিন দুপুরেই বৈঠক করবেন কৃষক নেতারা। সিঙ্ঘু সীমান্তে হবে সেই বৈঠক। গত ১৩ দিন ধরে সেখানেই বসে রয়েছেন চাষিরা।

অন্যদিকে, কৃষকদের ভারত বনধের পর বুধবার বিরোধী নেতারা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে কৃষকদের দাবি নিয়ে দেখা করছেন। প্রতিনিধিদলে থাকছেন কংগ্রেসের রাহুল গান্ধি, এনসিপির শরদ পাওয়ার, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা এবং ডিএমকের টিকেএস ইলঙ্গানাথন। মঙ্গলবারের ভারত বনধকে সমর্থন জানিয়েছিল ২৪টি দল ও ট্রেড ইউনিয়ন। এর আগে কেন্দ্রের তরফে পাঁচবার কৃষকদের বৈঠক হয়েছে। কোনও বৈঠকেই ফয়সালা হয়নি। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم