আসানসোলের বারাবনিতে বিজেপির মিছিলে বোমা-গুলি নিয়ে হামলা


পূর্ব বর্ধমানের আসানসোলের বারাবনিতে বিজেপির ‘আর নয় অন্যায়’ মিছিলে হামলার অভিযোগ। বিজেপির দাবি, শান্তিপূর্ণ মিছিলে বোমা-গুলি ছুঁড়ে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপির দাবি, বোমা, গুলির আঘাতে তাঁদের দুজন আহত হয়ে ভর্তি হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছিল।

শনিবার সকালে বিজেপির পূর্বঘোষিত ‘আর নয় অন্যায়’ মিছিল শুরু হতেই গোলমালের শুরু হয়। বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ুইয়ের অভিযোগ, আর নয় অন্যায় কর্মসূচি শুরু হওয়ার আগেই হামলা চালায় একদল দুষ্কৃতী। বিজেপি কর্মী-সমর্থকদের লক্ষ্য করে পরপর বোমা ছোড়ে তৃণমূলের দুষ্কৃতীরা। এমনকি এলোপাথাড়ি গুলিও চালানো হয়েছে বলে দাবি বিজেপির জেলা সভাপতির।


 

তাঁর দাবি, দলের অন্তত ৬-৭ জন আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছেন দুজন। এরপরই অশান্ত হয়ে ওঠে বারাবনি এলাকা। রীতিমতো রণক্ষেত্রের আকার নেয়। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। বেশ কয়েকটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

বিজেপির মিছিলে হামলা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তোপ দাগেন শাসকদলকে। তিনি বলেন, আসানসোলে আমরা সভা করতে গেলেই হামলা হয়। এলাকাটা পুরোপুরি মাফিয়াদের হাতে চলে গিয়েছে। অতীতেও এরকম হামলা হয়েছে। পুলিশ পুরোপুরি নীরব দর্শক। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। 


 

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের উপর আঘাত নতুন কিছু নয়। মুখ্যমন্ত্রী ও ভাইপো-র নেতৃত্বে এই ঘটনা রোজই ঘটছে’। যদিও ঘটনার দায় অস্বীকার করেছেন স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায় ও আসানসোলের তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূলের বক্তব্য, বিজেপিই ইচ্ছে করে গোলমাল পাকিয়েছে, এর দায় তৃণমূলের নয়। জিতেন্দ্র তিওয়ারি গোটা ঘটনার নিরেপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

 দেখুন ভিডিও

 

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post