এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। ব্রিটেনে দ্রুতহারে করোনার নতুন ধরনের ভাইরাস ছড়ানোয় এখন অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর ভারত সফর। ব্রিটেনের মেডিকেল অ্যাসোসিয়েশন কাউন্সিলের প্রধান চাঁদ নাগপাল জানিয়েছেন, বরিসের সফর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও রয়েছে। কতবু মনে হচ্ছে, যে হারে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, তাতে তাঁর যাওয়া সঠিক হবে না। সংক্রমণ না কমলে তাঁর সফর অসম্ভব। লন্ডন ও ব্রিটেনের অন্য অংশে এখন চলছে কঠোর লকডাউন।
অন্যদিকে, ব্রিটেন ফেরত অন্তত ২০ জন যাত্রীর দেহে করোনা সংক্রমণ মিলেছে। এই ২০ জনের ৬ জন নেমেছেন দিল্লি বিমানবন্দরে, কলকাতায় নেমেছেন ২ জন, আমেদাবাদে ৪ জন, অমৃতসরে ৮ জন। সবাই ফিরেছেন এয়ার ইন্ডিয়ার লন্ডনের সরাসরি উড়ানে। তাঁদের নমুনা পুনেয় পাঠানো হয়েছে। মঙ্গলবারই সরকার ব্রিটেন থেকে আসা সকলের জন্যই নিয়মবিধি জারি করেছে। আক্রান্তদের দ্রুত বিচ্ছিন্ন করা হচ্ছে, রাখা হচ্ছে আইসোলেশনে। এখনও পর্যন্ত এদেশে করোনার পরিবর্তিত ভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছে নীতি আয়োগ। তারা বলেছে, এনিয়ে আতঙ্কের কোনও কারণ নেই।
Post a Comment
Thank You for your important feedback