২০২১ এর প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সূত্রের খবর, গতমাসেই সরকারিভাবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখনও পর্যন্ত ব্রিটেনের তরফে আমন্ত্রণ গ্রহণের বিষয়ে কোনও তথ্য সামনে আসেনি। তবে বরিস জনসন আমন্ত্রণ গ্রহণ করলে প্রায় ২৭ বছর পর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর আগে ১৯৯৩ সালে জন মেজর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন।
Post a Comment
Thank You for your important feedback