রাজীব কুমারকে হাতে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই


এবার রাজীব কুমারের হেফাজত চেয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল সিবিআই। সুপ্রিম কোর্টে সিবিআই আর্জি জানিয়েছে তদন্তের স্বার্থে  রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা রয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে ২৭২ পাতার আবেদন করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ইডি-কে দেওয়া বয়ানে সারদা কর্তা সুদীপ্ত সেন এবং কুণাল ঘোষ দু’জনেই রাজীব কুমারের নাম নিয়েছেন। পাশাপাশি টাকা লেনদেন সংক্রান্ত ব্যাপারে তাঁদের রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।


এছাড়া, সারদার উচ্চপদস্থ কর্মী দেবযানী আগেই জিজ্ঞাসাবাদে বহুবার জানিয়েছিলেন, বিধাননগর পুলিশের গঠন করা সিটের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত পেন ড্রাইভ ও হার্ড ডিস্ক তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু সিবিআই সেই সমস্ত কিছুই হাতে পায়নি বিধাননগর পুলিশের সিটের কাছ থেকে। পাশাপাশি রাজীব কুমারের বিরুদ্ধে আদালত অবমাননার পুরনো মামলার ফের শুনানির আবেদনও করেছে সিবিআই। উল্লেখ্য, এর আগেও বহুবার সিবিআই দাবি করেছিল, সারদা তদন্তের জন্য রাজীব কুমারের নেতৃত্বে গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (সিট) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নথি লোপাটের অভিযোগ এনেছিল। ২০১৯-এর ফেব্রুয়ারি মাসে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করতে তাঁর বাসভবনে হানা দিয়েছিল সিবিআই। কিন্তু সেবার কলকাতা পুলিশের কর্মী-আধিকারিকদের কাছ থেকে বাধা পেয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন সিবিআই তদন্তকারীরা।



 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post