গরু ও কয়লা পাচার কাণ্ডে বছরের শেষদিনে ভোর থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করল সিবিআই। এছাড়াও তল্লাশি চলছে কোন্নগর, সালকিয়াতেও। জানা গিয়েছে, কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে এই হানা দেওয়া হয়েছে। কোন্নগরের কানাইপুর শাস্ত্রীনগর এলাকায় সিবিআই হানা দিয়েছে। শাস্ত্রীনগর এলাকায় অমিত সিং ও নীরজ সিং দুই ভাই একই বাড়িতে থাকে। এদিন সকালে হঠাৎ তাদের বাড়িতে সিবিআই হানা দেয়। কয়লা পাচার কাণ্ডে এই সিবিআই তল্লাশি। বৃহস্পতিবার সকাল থেকে বিনয় মিশ্র নামে কলকাতার এক ব্যবসায়ীর দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভেনিউয়ের দু’টি বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। তিনি এক প্রভাবশালী সাংসদের ঘনিষ্ঠ বলে পরিচিত। লেকটাউনেও এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।
উল্লেখ্য, গরু পাচার কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার। পুলিশের হাতে ধরা পড়েছে মূল অভিযুক্ত এনামুল হক। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই বেশ কিছু ব্যবসায়ীর নাম পাওয়া গিয়েছে। ওই ব্যবসায়ীদের মাধ্যমে কালো টাকা সাদা করা হত বলে খবর। এর সঙ্গে হাওলার মাধ্যমে টাকা সরানোরও অভিযোগও রয়েছে।
Post a Comment
Thank You for your important feedback