আগামী আট থেকে দশমাসের মধ্যে শারীরিকভাবে দেশের সবথেকে দুর্বল মানুষদের করোনার টিকা দেওয়া হবে। করোনার টিকা হাতে আসছে ধরে নিয়েই টিকাদানের পদ্ধতি চূড়ান্ত করে ফেলেছে কেন্দ্র। তারা জানিয়েছে, নির্বাচনের সময় যেরকম প্রস্তুতি নেওয়া হয় টিকার ক্ষেত্রেও তা থাকবে। স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা অনুসারে, প্রতিবার একশোজনকে টিকা দেওয়া হবে। যথেষ্ট পরিমাণে টিকা পাওয়া গেলে তখন ২০০ জনকে এক কিস্তিতে টিকা দেওয়া হবে। টিকা দিতে থাকবেন পাঁচজন। এজন্য বিভিন্ন জায়গার কমিউনিটি হল নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
নীতি আয়োগের সদস্য ভি কে পাল জানিয়েছেন, ৩০ কোটি লোককে ৬০টি ডোজ দেওয়া হবে। ৩ কোটি স্বাস্থ্যকর্মী, সামনের সারিতে কর্মরত কর্মী, ২৬ কোটি পঞ্চাশোর্ধ লোকজন ও গুরুতর কোমরবিডিটি রয়েছে এমন পঞ্চাশের কম লোকজনকেই আগে টিকা দেওয়া হবে। ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে টিকাগুলি রাখার ব্যবস্থা হয়েছে।
এখন তিনটি টিকাকে জরুরি অনুমোদনের জন্য বিবেচনা করা হচ্ছে। ফাইজার, ভারত বায়োটেক ও অ্যাস্ট্রাজেনেকা এজন্য আবেদন করেছে। তবে যেহেতু ফাইজারের টিকাকে মাইনাস ৭০ ডিগ্রিতে রাখতে হবে সেইজন্য ভারতে তার ব্যবহার হবে সীমিত।
Post a Comment
Thank You for your important feedback