আগে দেখা যেত উইনিং কম্বিনেশন কেউ ভাঙে না কিন্তু হাতে যখন আরও খেলোয়াড়
আছে তখন সুযোগ দিতে ক্ষতি কোথায়? মেলবোর্ন টেস্টে তিনজন বাদে ঘুরিয়ে
ফিরিয়ে সকলেই পারফর্ম করেছে। গিল ও সিরাজ এখন আলোচনার কেন্দ্রে। কিন্তু
অস্ট্রেলিয়া ট্যুরে মোটেই ভালো খেলতে পারছেন না এই মুহূর্তে সবচেয়ে
নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। তিনি মোটেই ওয়ান ডে বা টি ২০
খেলেন না, পছন্দও করেন না। টেস্ট না থাকলে তিনি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট
খেলেন কিন্তু অস্ট্রেলিয়া সফরে তিনি আপাতত ফ্লপ যদিও তাঁকে বাদ দেওয়ার
ভাবনা কারও নেই।
তবে বাদ যাচ্ছে অনেকে, প্রথমত মায়াঙ্ক আগরওয়াল, খুব
খারাপ ফর্ম। তাঁর জায়গায় আসছেন রোহিত শর্মা। রোহিত অবশ্যই দলে ঢুকতেনই,
মায়াঙ্ক কাজটা সোজা করে দিয়েছেন। দ্বিতীয় পরিবর্তন হনুমা বিহারী, বিগত
ইনিংসগুলিতে রান নেই তাঁর জায়গায় আসতে পারেন কে রাহুল। তৃতীয় পরিবর্তন
উমেশ যাদব, পায়ে চোট ফলে অবশেষে দলে আসতে পারেন টি নটরাজন। বাকি দল একই
থাকবে আশা করা যায়।
Post a Comment
Thank You for your important feedback