জলপাইগুড়িতে উদ্ধার চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ

জলপাইগুড়ির মেটেলি ব্লকের কিলকট চা বাগান সংলগ্ন এলাকায় উদ্ধার হল চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে বনদফতরে খবর দেন। পরে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে চিতাবাঘের দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গরুমারা প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠিয়ে দেন। জানা গিয়েছে, এটি একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ।


বনদফতর সূত্রে খবর, বাঘটির দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। যেখানে চিতাবাঘটির দেহ পাওয়া গেছে তার আশেপাশের এলাকাতেও একাধিক চিতাবাঘের পায়ের ছাপ, রক্তের দাগ পাওয়া গিয়েছে। এই সব পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে বনদফতরের প্রাথমিক অনুমান, রাতে কয়েকটি চিতাবাঘের মধ্যে লড়াই হয়। সেই লড়াইতেই এই চিতাবাঘটির মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তবে বনকর্মীরা জানিয়েছেন তাঁরা নজরদারি চালাচ্ছেন, চিন্তার কিছু নেই।   

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post