জমে উঠেছে সপ্তম আইএসএল। শনিবার আইএসএলে মুখোমুখি হয়েছিল দক্ষিণ ভারতের দুই শক্তিশালী দল এফসি গোয়া ও চেন্নাইয়ান এফসি। হাড্ডাবাড্ডি লড়াইয়ের এই ম্যাচে জয় ছিনিয়ে নিল চেন্নাইয়ান। খেলা শুরুর প্রথমার্ধ থেকেই দু দলের আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ জমে ওঠে। ম্যাচের ৫ মিনিটের মাথায় ক্রিভেলারো গোল করে চেন্নাইয়ান এফসিকে এগিয়ে দেয়। গোলের ৪ মিনিটের মধ্যে পাল্টা গোল দিয়ে এফসি গোয়াকে ম্যাচের সমতা ফেরান জর্জ ওর্টিজ মেনডোজা। এছাড়া খেলার প্রথমার্ধে দু দলই আক্রমণ প্রতি আক্রমণ করলেও গোল করতে পারেনি কোন দলই। ফলে প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে।
The Gaurs went down fighting against Chennaiyin FC at Fatorda. #RiseAgain #FCGCFC #HeroISL pic.twitter.com/TSuzHVRAG7
— FC Goa (@FCGoaOfficial) December 19, 2020
ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতেই ক্রিভেলারোর দল চেন্নাইয়ান এফসি আক্রমণ ভাগে জোর দিতে থাকে। ফলে গোয়ার রক্ষণভাগ কিছুটা দুর্বল হয়ে পরে। এরপর ম্যাচের ৫৩ মিনিটে গোল করেন চেন্নাইয়ের রহিম আলি। মোহনবাগান একাডেমির এই তরুণের গোলেই জয় আসে চেন্নাইয়ানের। এফসি গোয়া ৭ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়ে লিগ তালিকার ৭ নম্বরে। ওপরদিকে চেন্নাইয়ান এফসির ৬ ম্যাচে ৮ পয়েন্ট। গোল পার্থক্যের জন্যে চেন্নাইয়ান লিগ পয়েন্ট টেবিলের ৮ নম্বরে রয়েছে।
Post a Comment
Thank You for your important feedback