একই দিনে রাজ্যের দু প্রান্তে থেকে উদ্ধার দুই শিশুর মৃতদেহ। এক সদ্যজাত শিশুর দেহ পাওয়া গেল খাস কলকাতায়। অপরটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ কলকাতায় রিজেন্ট পার্ক এলাকার শীতলা পার্ক অঞ্চল থেকে প্লাস্টিকে মোড়া এক সদ্যজাত শিশুর দেহ উদ্ধার হয়। উদ্ধার করে রিজেন্ট পার্ক থানার পুলিশ। শিশুটি এসএসকেম হাসপাতাল থেকে নিখোঁজ ছিল বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে দিয়ে গিয়েছে তা খুঁজতে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। এই ঘটনাকে কেন্দ্র করে শীতলা পার্ক এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
অপর ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকার। সোমবার দুপুর তিনটে নাগাদ মেহনাজ খাতুন (৫) নামে এক শিশুকন্যা খেলতে খেলতে নিখোঁজ হয়ে যায় বলে পরিবারের দাবি। বহু খোঁজাখুঁজির পরেও পরিবারের লোকজন ওই শিশুকন্যাটির কোনওন্ধান পায়নি। সোমবারই তাঁরা রঘুনাথগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন। মঙ্গলবার সকালে ওই শিশুটির দেহ একটি নির্মীয়মান বাড়ির সেপটিক ট্যাঙ্কে দেখতে পান। তখনই পরিবারের লোকজনকে ও রাঘুনাথগঞ্জ থানায় খবর দেওয়া হয়। রাঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কীভাবে ওই সেপটিক ট্যাঙ্কে শিশুটির দেহ এল সেটা জানতে তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তবে এটি খুন নাকি দুর্ঘটনা সেটা নিয়ে ধন্ধে পুলিশ ও পরিবার।
Post a Comment
Thank You for your important feedback