ছাড়পত্র পেল চিনা ভ্যাকসিন সিনোভ্যাক


অবশেষে দেশের নাগরিকদের জন্য সিনোফার্মের করোনা ভ্যাকসিন সিনোভ্যাককে ছাড়পত্র দিল বেজিং। তবে শি জিনপিং প্রশাসনের তরফে সরকার নিয়ন্ত্রিত সংস্থাটির ভ্যাকসিনের ট্রায়াল ও ফলাফল সম্পর্কে কোনও তথ্যই প্রকাশ করা হয়নি। ফলে এই ভ্যাকসিন কতটা নিরাপদ সে বিষয়ে আন্তর্জাতিক স্তরে প্রশ্ন রয়েছে।

এদিকে বিশ্বের বহু দেশেই করোনার ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে। ব্রিটেন, আমেরিকায় ইতিমধ্যেই ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরুও করে দিয়েছে। করোনা মোকাবিলায় প্রথম ভ্যাকসিন স্পুটনিক ভি তৈরি করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়েও সেই ডোজ নিয়েছেন। সেই স্পুটনিক ভি-র প্রয়োগও চলতি মাসেই শুরু হয়েছে রাশিয়ায়। ফাইজারের পর ব্রিটেনে ছাড়পত্র পেয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনও। ৪ জানুয়ারি থেকে এটি ব্যবহার শুরু হবে।ভারতেও এই ভ্যাকসিনকেই ছাড়পত্র দেওয়া হবে বলে খবর। ভারতে এর প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউটকে ছাড়পত্র দিতে যুদ্ধকালীন তৎপরতায় আলোচনা করছেন ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞরা।  

এবার ছাড়পত্র পেল চিনা ভ্যাকসিন সিনোফার্ম। সিনোফার্মের দাবি, ভ্যাকসিনটি ৭৯.৩৪ শতাংশ কার্যকরী। এর দুটি ডোজের দাম ভারতীয় মূল্য প্রায় ১০ হাজার টাকার কাছাকাছি হতে পারে। তবে এখনও মূল্য সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post