উইঘুর মুসলিম শনাক্ত করতে নতুন সফটওয়্যার চিনের


উইঘুর মুসলিমদের শনাক্ত করতে এবার নতুন পদ্ধতি চিনের। আন্তর্জান্তিক সংবাদমাধ্যমে খবর, অত্যাধুনিক এআই সফটওয়্যার ব্যবহার করে ভিড়ের মধ্যে থেকেও ফেস ডিটেকশন করে উইঘুর মুসলিমদের তথ্য পৌঁছে যাবে সরকারের কাছে। চিনের অন্যতম কোম্পানি Huawei এই উইঘুর অ্যার্লাম সফটওয়্যারটি তৈরি করেছে, সূত্রের খবর ইতিমধ্যে সেটি পরীক্ষামূলক ভাবে ব্যবহারও করা হয়েছে। 

উত্তরপশ্চিম চিনের শিংজিয়াং অঞ্চলে মূলত বাস উইঘুর মুসলিমদের। অভিযোগ, তাঁদের ওপর বহুদিন ধরেই নির্যাতন করছে চিন সরকার। ২০০৯ সালে ওই অঞ্চলে উইঘুর সম্প্রদায়ের মুসলিমদের উৎখাত করার চেষ্টাও করে চিন। এনিয়ে প্রতিবাদ করার পরই একের পর এক উইঘুর মুসলিমদের ক্যাম্পে বন্দি করে রাখা হয়। এমনকি ভেঙে ফেলা হচ্ছে শিংজিয়াংয়ের বেশিরভাগ মসজিদই। তাঁদের নিজস্বতা নির্মূল করে চিনের মূল সংস্কৃতি চাপিয়ে দেওয়াই ওই ক্যাম্পের উদ্দেশ্য বলেও অভিযোগ। তবে এই ধরনের ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে চিন সরকার। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post