চাঁদের মাটি-পাথর নিয়ে পৃথিবীতে ফিরে এল চিনা মহাকাশযান চাঙ'ই-৫। মঙ্গোলিয়ার ভিতরে সিজিওয়াং ব্যানারে স্থানীয় সময় বেলা একটায় ওই মহাকাশযানের ক্যাপসুলটি বুধবার অবতরণ করে। আমেরিকার অ্যাপোলো ও সোভিয়েত রাশিয়ার লুনা মহাকাশ অভিযানের সময় চন্দ্রপৃষ্ঠের শেষ নমুনা এসেছিল প্রায় ৪০ বছর আগে।
পৃথিবীর উপগ্রহ সম্পর্কে আরও তথ্য এই ২ থেকে ৪ কেজি নমুনা থেকে পাওয়া যাবে বলে বিশেষজ্ঞদের আশা। এই অভিযান চিনের মহাকাশ গবেষণায় উল্লেখযোগ্য পদক্ষেপ। নভেম্বরের শেষদিকে চাঙ'ই-৫ মহাকাশে উৎক্ষেপন করা হয়েছিল। কক্ষে ভাগ হয়ে যাওয়া একাধিক অংশের এই মহাকাশযানের একটি অংশ চাঁদের পিঠে নামে।
Post a Comment
Thank You for your important feedback