রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল করে পুলিশের হাতে আটক হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। তাঁই সঙ্গে আটক হন আরও কংগ্রেস নেতা। রাহুল গান্ধি গিয়ে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে কৃষি আইন বাতিলের দাবিতে ২ কোটি গণস্বাক্ষর সহ স্মারকলিপি তুলে দেন। তাঁর সহ্গে ছিলেন গুলাম নবি আজাদ, অধীর চৌধুরী। রাহুল বলেন, আইন বাতিল না হওয়া পর্যন্ত কৃষকরা দাবি থেকে নড়বেন না।
তাঁদের মিছিল আটকানোর পর প্রিয়াঙ্কা বলেন, সরকারের বিরুদ্ধে যে কোনও প্রতিবাদকেই সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাঁরা কৃষকদের সমর্থনে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন। রাহুলের দাবি, সংসদের যৌথ অধিবেশন ডেকে মোদি আইন প্রত্যাহার করে নিন। সব বিরোধী দলই কৃষকদের পাশে। পুলিশ জানিয়েছে, কংগ্রেসের অন্য নেতাদের রাষ্ট্রপতি ভবনে যাওয়ার অনুমতি ছিল না। প্রিয়াঙ্কা সহ অন্যদের বাসে তুলে নিয়ে যাওয়া হয়।
Post a Comment
Thank You for your important feedback