নিজের পছন্দের মানুষকে বিয়ে করার অধিকার সংবিধান স্বীকৃত। সেখানে কোনও জাতি, ধর্মের বাধা থাকতে পারে না। দেশজুড়ে লাভ জিহাদ বিতর্কের মধ্যেই একটি বিবাহ সংক্রান্ত মামলায় কর্নাটক হাইকোর্টের এই রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গত ২৭ নভেম্বর ওয়াজিদ খান নামের এক ব্যক্তি হাইকোর্টে একটি মামলা দায়ের করেন সেখানে অভিযোগ করা হয় তাঁর বন্ধু রাম্যাকে আটকে রাখা হয়েছে। এদিন রায়ের পরই হাইকোর্ট ওই নারীসুরক্ষা সংগঠনটিকে নির্দেশ দেয় রাম্যাকে মুক্তি দেওয়ার জন্য।
প্রসঙ্গত, সম্প্রতি কর্নাটক হাইকোর্টে একটি মামলা করা হয়। সেখানে হিন্দু পরিবারের মেয়ে, রাম্যা জি ভালোবেসে মুসলিম পরিবারের ছেলে ওয়াজিদ খানকে বিয়ে করতে চান। প্রেমিক যুগল উভয়ই পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাঁরা একসঙ্গেই কাজ করেন। এদিকে তাঁদের বিয়েতে খান পরিবারের সকলে রাজি থাকলেও রাম্যার পরিবার আপত্তি জানায়। পুলিশ রাম্যাকে আদালতে নিয়ে এলে তিনি অভিযোগ করেন, তাঁর ও ওয়াজিদের বিয়েতে আপত্তি জানিয়ে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করেছে পরিবার। তিনি আপাতত একটি এনজিওতে রয়েছেন। এরপরেই তাঁরা এই মামলা করার সিদ্ধান্ত নেন। এই মামলায় রায় দেওয়ার সময়ই কর্নাটক হাইকোর্ট জানায়, রাম্যার বক্তব্যের ভিত্তিতেই এই রায়।
Post a Comment
Thank You for your important feedback