কাশ্মীরে এনকাউন্টারে তিন জঙ্গির মৃত্যু ঘিরে বিতর্ক

নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন যুবকের মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বুধবার ভোরে শ্রীনগরে ওই তিনজনের মৃত্যু হয়েছে। সেনাবাহিনীর বক্তব্য, তারা তিনজনই জঙ্গি। তারা শ্রীনগর-বারামুল্লা সড়কে বড় ধরনের নাশকতার ছক কষছিল। কিন্তু তাদের ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ হতেই তিন যুবকের পরিবার থেকে দাবি করা হয়েছে, তারা নিরাপরাধ, জঙ্গিদের সঙ্গে তাদের কোনও যোগ নেই। 

কাশ্মীর পুলিশের বক্তব্য, নিহত সোপিয়ানের জুবের আহমেদ, পুলওয়ামার আজাজ আহমেদ গনাই এবং আথার মুস্তাক কট্টর জঙ্গি। তবে তাদের নাম জঙ্গিদের তালিকায় নেই। আজিজ এক পুলিশকর্মীর ছেলে। রজৌরিতে তিনজন শ্রমিকের এনকাউন্টারে মৃত্যুর ঘটনায় এক সেনা অফিসার ও দুই অসামরিক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ চার্জশিট জমা দেওয়ার চারদিনের মাথায় এই ঘটনা ঘটল।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post