কোচবিহার জেলার টেংরামারি এলাকায় এক বেসরকারি বিএড কলেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। প্রতারণার অভিযোগ তুলে টাকা ফেরতের দাবিতে মঙ্গলবার দিন রাত কলেজের কর্তৃপক্ষকে আটকে রেখে বিক্ষোভ দেখান বিএডের ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন, তাঁরা কোচবিহারের বেসরকারি বিএড কলেজের ২০১৯-২১ ব্যাচের ছাত্রছাত্রী। তবুও তাদের এখনও পর্যন্ত কোনও এরকম রেজিস্ট্রেশন হয়নি। তাই কোনওরকম পরীক্ষায় বসতে পারেনি তারা।
গত একমাস ধরে তাঁরা জেলার উচ্চপদস্থ আধিকারিকদের কাছে ডেপুটেশনে দিয়েছেন এ বিষয় নিয়ে। কিন্তু মঙ্গলবার বাধ্য হয়ে তাঁরা আবারও কলেজে এসে তাদের এই বিষয় নিয়ে প্রশ্নগুলো তুলে ধরেন কলেজ কর্তৃপক্ষের কাছে। তবে কলেজ কর্তৃপক্ষ কোনওরকম সঠিক উত্তর দিতে পারেনি বলে জানান বিক্ষুদ্ধ ছাত্রছাত্রীরা। পরবর্তীতে কলেজের কর্তৃপক্ষের তরফ থেকে তাদের বলা হয় রেজিষ্ট্রেশন ছাড়াই তাদের অ্যাডমিট দেওয়া হবে। কিন্তু এ বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলেছেন কিভাবে রেজিস্ট্রেশন ছাড়া অ্যাডমিট দিতে পারে। তাই তারা তাদের টাকা ফেরত চাইছেন কলেজের কাছে। এই দাবিতে তারা কলেজ কর্তৃপক্ষকে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন। জেলা প্রশাসন সূত্র অনুযায়ী এই কলেজের বৈধতা অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে বলে জানা যায়। যদিও এ বিষয় নিয়ে কলেজ কর্তৃপক্ষকে প্রশ্ন করলে তারা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
Post a Comment
Thank You for your important feedback