কোটির দোরগোড়ায় সংক্রমণ, হচ্ছে না সংসদের শীত অধিবেশন


এবার ১ কোটিতে পৌঁছতে চলেছে দেশের করোনা সংক্রমণ। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৯,০৬,১৬৫। এদিন মোট সংক্রমিত ২২,০৬৫। নতুন মৃত্যু ৩৫৪টি। মোট মৃত এখন ১,৪৩,৭০৯ জন। মোট সুস্থ হয়েছেন ৯৪,২২,৬৩৬ জন। এই অবস্থায় সংসদের শীতকালীন অধিবেশন এবার হবে না এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, করোনার জন্য অধিবেশন না করার ব্যাপারে সব দলই একমত হয়েছে। এরপর সোজা জানুয়ারিতে বাজেট অধিবেশন হবে। কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীকে লেখা চিঠিতে তিনি এই কথা জানিয়েছেন। ক-ষি আইন নিয়ে আলোচনার জন্য সংসদের অধিবেশন ডাকার দাবি জানিয়েছিলেন অধীরবাবু। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post