বদনাম ঘোচাতে মরিয়া উহান


গোটা দুনিয়ায় রীতিমতো বদনাম হয়ে গিয়েছে শহরটা। চিনের এই শহর আর প্রাণঘাতী মারাত্মক মহামারী করোনা এখন সমার্থক। এখন চিনের উহান শহরের নাম শুনলেই আঁতকে ওঠেন সবাই। ভুলেও কেউ উহানে যাওয়ার নামও করছেন না।
কী করে পর্যটকদের উহানে ফেরানো যায় তা নিয়ে মাথা ঘামাতে শুরু করেছেন শহরের প্রশাসন। তারা উহানের সৌন্দর্য বর্ণনা করে তৈরি করেছেন ভিডিও। ভিডিও-র শিরোনাম "আসুন, উহানে দেখা করি।" উহানের সাংস্কৃতিক ও পর্যটন ব্যুরোর সোশাল মিডিয়ার ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে এই ভিডিও। 


তাতে উহানের চোখজুড়ানো নান পর্যটন স্থানের কথা বলা হয়েছে। ঝাংদু লেকে ভাসমান বন, ইয়াংজে নদী থেকে আলো ঝলমলে ইয়েলো ক্রেন টাওয়ারের ছবি রয়েছে। রয়েছে উহানের নাগরিকদের নুডলস খাওয়ার ছবিও। গোড়ায় চিনা প্ল্যাটফর্মে প্রকাশ করা হলেও পরে তা ইংরেজিতে পোস্ট করা হয়েছে ফেসবুকেও। বলা হয়েছে, উহান কখনও তার সৌন্দর্য দেখাতে পিছপা নয়। যারা তাকে গভীরভাবে ভালোবাসে তারাই তাকে বুঝতে পারে। 


দুনিয়ায় প্রথম করোনাভাইরাস ধরা পড়ে উহানেই। সেখানে ২৩ জানুয়ারি থেকে ৮ এপ্রিল টানা ৭৬ দিনের লকডাউন জারি হয়েছিল। সেখানে আক্রান্ত হয়েছিলেন ৫০ হাজারেরও বেশি নাগরিক। মারা গিয়েছেন ৩,৮০০ জন। তারপর গত মে মাস থেকে কম গিয়েছে সংক্রমণের হার। তাতেই চাঙা হয়ে উঠেছে উহান। 


এখন করোনা কমার পর সমীক্ষায় দেখা যাচ্ছে, উহানই এখন চিনা পর্যটকদের এক নম্বর গন্তব্য। অনেকেই উহানের ধৈর্য এবং পরিশ্রমের প্রশংসায় পঞ্চমুখ। ভিডিওতে দেখানো দ্রষ্টব্যগুলি উহানের বাসিন্দারাই আগে তেমনভাবে নজর করেননি। বিশেষকরে, ৭০ কিলোমিটার দূরের ঝিনঝাউ ঝাংদু লেক। তবে সন্দিহান অনেকেই। ভিডিওতে যেমনটি দেখানো হচ্ছে, বাস্তব তা নয়। তবে পর্যটক টানতে চেষ্টার ত্রুটি নেই। আগস্টেও এমন প্রচার চালানো হয়েছিল।



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post