আগামী সপ্তাহেই দেশে করোনার টিকাকরণের অনুমতি

আগামী সপ্তাহেই ভারতে অনুমোদন পেতে পারে অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা। কর্তৃপক্ষ যেসব অতিরিক্ত তথ্য চেয়ে পাঠিয়েছিল, তা হাতে পেয়েই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ব্রিটিশ এই টিকার প্রথম সবুজ সঙ্কেত দিতে চলেছে ভারতই। এখনও টিকা প্রস্তুতকারী সংস্থা এই পরীক্ষার চূড়ান্ত ফলাফল খতিয়ে দেখছে। এছাড়া, ফাইজার ও ভারত বায়োটেকের জরুরি প্রয়োগের আবেদন নিয়েও ভাবনাচিন্তা চলছে। দেশে জানুয়ারি থেকেই টিকাকরণের কাজ শুরু করতে চাইছে ভারত। 

অ্যাস্ট্রাজেনেকার টিকা গরিব দেশগুলির জন্য উপযোগী। সেসব দেশে উষ্ণ আবহাওয়ার পক্ষে তা মানানসই। তা নিয়ে যাওয়াও সুবিধাজনক। বহুদিন সাধারণ ফ্রিজের তাপমাত্রায় তা রাখাও যায়। দামও কম। গত ৯ ডিসেম্বর ভারত সিরাম ইন্সটিটিউট সহ তিনটি কোম্পানির আবেদনই খতিয়ে দেখে। সিরামই অ্যাস্ট্রাজেনেকার টিকা এদেশে তৈরি করছে।  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post