ভারতে করোনার টিকা আর কয়েক দিনেই

কয়েক দিনের মধ্যেই ভারতে সিরামের করোনা টিকার অনুমোদন দেওয়া হবে। এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, ব্রিটেনে এই অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের টিকার অনুমতি দেওয়া একটা বড় ঘটনা। তারা ভারতে কাজ করে তথ্য জোগাড় করেছে। ভারতেই সিরাম ইনস্টিটিউটে এই টিকা তৈরি হচ্ছে। এই টিকা দুই থেকে আট ডিগ্রিতে সংরক্ষিত করা যাবে। সাধারণ ফ্রিজেই রাখা যাবে এই টিকা। ফলে পরিবহনের ক্ষেত্রেও তা সুবিধাজনক। ব্রাজিল, দক্ষিণ আফ্রিকায় এই টিকার অনুমোদন মিলেছে। তাছাড়া, ভারতে গণ টিকাকরণের একটা মজবুত কাঠামো রয়েছে। সিরাম ছাড়াও ভারত বায়োটেক ও ফাইজারের আবেদন পরীক্ষা করা হচ্ছে। প্রথম দফায় ৩০ কোটি নাগরিককে টিকা দেওয়া হবে। সিরাম ইতিমধ্যেই ৩ থেকে ৪ কোটি ডোজ তৈরি করে রেখেছে।

অন্যদিকে, উত্তরপ্রদেশের মিরাট ও গৌতমবুদ্ধ নগরে  নয়া করোনাভাইরাসের আরও দুটি সংক্রমণের খবর মিলেছে। তারা ব্রিটেন থেকে এসেছিলেন। ইতিমধ্যেই ৯ ডিসেম্বরের পর আসা প্রায় আড়াই হাজার ব্রিটেন ফেরতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের জন্য দিল্লিতে আলাদা চারটি বেসরকারি হাসপাতাল চিহ্নিত করেছে দিল্লির সরকার।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post