আগামী সপ্তাহেই ব্রিটেনের বাজারে করোনার টিকা

আগামী সপ্তাহ থেকে ব্রিটেনে করোনার টিকা বাজারে আসছে। ফাইজার-বায়োএনটেকের টিকা বাজারে ছাড়ার এই ঘোষণা করা হয়েছে সরকারিভাবে। ব্রিটেনই বিশ্বের প্রথম দেশ যারা ফাইজারের টিকাকে অনুমোদন দিল। ব্রিটিশ সরকার জানিয়েছে, সরকার নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ-র সুপারিশ বুধবার তারা অনুমোদন করেছে। এখন তা ব্যবহারের জন্য ছাড়া যাবে। ফাইজারের টিকার কার্যকারিতা ৯৫ শতাংশ বলে দাবি করা হয়েছে। 

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হেনকক জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই ব্রিটেনের সর্বত্র এই টিকা পাওয়া যাবে। এটা সত্যিই খুব ভালো খবর। প্রথমে এই টিকা দেওয়া হবে স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের। ফাইজারের সিইওর মতে. এটা ঐতিহাসিক মুহূর্ত। ২ সপ্তাহ ধরে তাদের টিকার কার্যকারিতা খতিয়ে দেখেছে ব্রিটশ সরকার। মঙ্গলবার জার্মান ওষুধ কোম্পানি বায়োএনটেক এবং তাদের মার্কিন সহযোগী ফাইজার ইউরোপে তাদের টিকার জরুরি অনুমোদনের জন্য আবেদন করবে জানিয়েছিল। ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সির কাছে আবেদন জানাবে তারা। টিকার আরেক প্রতিদ্বন্দ্বী মডার্না আমেরিকা ও ইউরোপে টিকা প্রয়োগের জন্য আবেদন জানিয়েছে। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post