ভারতে করোনা সংক্রমণ ৯৫ লাখও পেরিয়ে গেল

দেশে দৈনিক করোনা সংক্রমণ আরও কমল। বৃহস্পতিবার করোনায় সংক্রমিত হয়েছেন ৩৬,৬০৪ জন। তবে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫,৩৪,৯৬৫ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৫২৬ জনের। মোট মৃত এখন ১,৩৮,৬৪৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মোট সুস্থ হয়েছেন ৮৯,৭৩,৩৭৩ জন। বুধবার পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে মোট ১৪,৩৫,৫৭,৬৪৭টি। ১৩২ দিন সবথেকে কম অ্যাক্টিভ কেস রেকর্ড হয়েছে দেশে। তা এখন ১ লাখ ২৮ হাজার। 


অন্যদিকে, বুধবার সামান্য কমেছে পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ। তবে রাজ্যে করোনায় মৃত্যু এখনও উদ্বেগজনক। বুধবার মারা গিয়েছেন ৫১ জন। তাছাড়া, দৈনিক আক্রান্ত ও দৈনিক সুস্থতার মাঝের ফারাকটাও কমে আসছে। সবমিলিয়ে রাজ্যে এ পর্যন্ত মারা গিয়েছেন ৮,৫২৭ জন। বুধবার পর্যন্ত রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে হয়েছে ২৪,১৬৬। রাজ্যে সুস্থতার হার বেড়ে এখন ৯৩.৩৩ শতাংশ। ওডিশায় নতুন আক্রান্ত হয়েছেন ৪৮০ জন। মারা গিয়েছেন আরও ৬ জন। অসমে আরও দুটি মৃত্যু নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৩ জন। মোট আক্রান্ত ২,১৩,১৭১ জন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post