বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড় বুরেভিতে পরিণত হয়ে কন্যাকুমারীতে আছড়ে পড়তে পারে। তেমনই সতর্কতা জারি করেছে দিল্লির মৌসম ভবন।
কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন ইতিমধ্যে সতর্কবার্তা জারি করেছেন ও সাতটি বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রের থেকেও সাহায্য চাওয়া হয়েছে বুরেভির মোকাবিলা করার জন্য। উদ্ধারকাজের জন্য তৈরি রাখা হয়েছে হেলিকপ্টার থেকে নৌকা।
দিল্লির মৌসম ভবনের পক্ষ থেকে একটি বুলেটিনে জানানো হয়েছে, দক্ষিণ তামিলনাড়ু ও দক্ষিণ কেরল উপকূলে নজর রাখতে হবে। বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম দিক থেকে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে একটি নিম্নচাপ অবস্থান করছে। এটি ক্রমে অতিগভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ৩ ডিসেম্বরের এই ঝড় সরে যাবে আরও পশ্চিমে এবং ৪ ডিসেম্বরের সকালে তামিলনাডু ও কেরালার উপকূলে তা আছড়ে পড়তে পারে।
Post a Comment
Thank You for your important feedback