প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন

দিল্লি বোর্ডের বাংলায় থাকা স্কুলগুলির তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে বলা হয়েছে, ১০ এবং ১২ ক্লাসের প্র্যাকটিক্যাল ক্লাস হওয়া জরুরি। জানুয়ারি থেকে ক্লাস না খুললে সমস্যা হবে। দশম ক্লাসের ফাইনালে ফিজিকাল এবং ওয়ার্ক এডুকেশন তার সাথে দ্বাদশ ক্লাসে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং কম্পিউটার ইত্যাদির প্র্যাকটিক্যাল ক্লাস না হলে ছাত্র ছাত্রীরা অথৈ জলে পড়ে যাবে বলে তাঁরা মনে করছেন। অতএব তাঁদের ইচ্ছা গ্রুপ করে সামাজিক দূরত্ব মেনে ক্লাস করানো দরকার।


নিঃসন্দেহে তাঁদের দাবি সঠিক বলেই মনে করছেন শিক্ষাবিদরা। শুধু ICSE বা CBSE নয় পশ্চিমবঙ্গের বোর্ডগুলিরও এ বিষয়ে ভাবনা করা উচিতস এমনটাই বলছেন তাঁরা। পদার্থ বিজ্ঞানের ইন্সট্রুমেন্টাল মাপজোক, রসায়নের সল্ট টেস্ট কেমিকাল রিঅ্যাকশন, বায়োলজির নানা পরীক্ষা নিয়ে প্রাকটিক্যাল ক্লাস না করলে ছাত্রছাত্রীর শিক্ষা অসম্পূর্ণ থাকবে। বইয়ে পড়ে চোখে না দেখলে বিজ্ঞান শিক্ষা অসম্পূর্ণ থাকে | 

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post