আইন বাতিলের দাবিতে অনড় কৃষকদের অবস্থান ২৮ দিনে পড়ল


কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির সীমান্তে কৃষকদের অবস্থান বুধবার ২৮ দিনে পড়ল। এখনও কোনও মিটমাটের সম্ভাবনার লক্ষণ নেই। শনিবার কেন্দ্রের তরফে ৪০টি কৃষক সংগঠনের নেতাদের কাছে চিঠি লিখে তাঁদের সুবিধামতো দিনে বৈঠক করার ডাক দেওয়া হয়েছিল। বুধবার সেই প্রস্তাব নিয়ে নিজেদের মধ্যে কথা বলবেন কৃষক নেতারা। 

কৃষকরা তাঁদের অবস্থান আরও কঠোর করে জানিয়েছেন, ২৫ থেকে ২৮ ডিসেম্বর হরিয়ানার সবকটি টোল প্লাজা মুক্ত করে দেওয়া হবে। তাঁদের স্পষ্ট কথা, আইন বাতিল না হলে কোনও আলোচনা নয়। এদিন সংযুক্ত কিষাণ মোর্চার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

অন্যদিকে,দিল্লি-গাজিয়াবাদ সীমান্তের উত্তরপ্রদেশ গেটে মঙ্গলবার ৯ নম্বর জাতীয় সড়কের ১৪টি লেনই অবরুদ্ধ করে রেখেছিলেন চাষিরা। টানা আট ঘণ্টা বন্ধ ছিল গোটা সড়কই। বরেলি ও রামপুর থেকে আসা ট্রাক্টর ট্রলি পুবিশ আটকানোয় এই বিক্ষোভ। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post