কৃষকদের নিয়ে পোস্ট করে বিপাকে ধর্মেন্দ্র

এর আগে পোস্ট করে বিপাকে পড়েছিলেন কঙ্গনা রানাউত, কোর্ট অবধি পৌঁছে গিয়েছে সেই বিষয়। এবার ধর্মেন্দ্র। ধর্মেন্দ্র পাজাবের কৃষক পরিবারের ছেলে, নিজেদের জমিজমাও ছিল। পড়াশুনা ছেড়ে সিনেমায় এলেও চিরকাল নিজেকে পাঞ্জাব দা পুত্তর বলতেই পছন্দ করতেন। এবারে পাঞ্জাবের কৃষক আন্দোলনে তিনি চুপ করে থাকতে পারেননি। পোস্ট করে তাদের আন্দোলন সমর্থন করেছিলেন। কিন্তু পরে সেই পোস্ট উঠিয়েও নেন।

ধর্মেন্দ্র সমস্যা অন্যত্র। তিনি বিজেপির সাংসদ ছিলেন, এমনকী তাঁর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী এবং বড় পুত্র সানি দেওল বর্তমানে লোকসভার বিজেপি সাংসদ। যেহেতু সরকারের বিরুদ্ধে এই আন্দোলন তাই ধর্মেন্দ্র তাঁর পোস্টটি তুলে নেন। এরপরই তাঁর বিরুদ্ধে শুরু হয় ট্রোল। তাঁর পোস্টের স্ক্রিনশট নিয়ে শুরু হয় নানা বিরোধী পোস্ট। প্রমাদ গুনে ধর্মেন্দ্র সেই সব পোস্টে গিয়ে মন্তব্য করেন, আপনারা ঠিকই লিখছেন, আমি কৃষকদের পাশেই আছি।    


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post