৯৮-এ দিলীপ কুমার, সর্বক্ষণের সাথী স্ত্রী সায়রা বানু


৬০ বছরের উপর হিন্দি চলচিত্রের সাথে যুক্ত থেকে আজ একদমই কমজোর হয়ে পড়েছেন দিলীপ কুমার। সদ্য ৯৮ পার হওয়া এভারগ্রীন এই নায়ক আজ কার্যত শয্যাশায়ী। ১৯৯৮-এ তাঁর শেষ ছবি রিলিজ করেছিল বড়পর্দায়। তারপর বিশ্রাম, অবশ্য নানান পুরস্কার বিতরণ বা তাঁকে সম্মান জানানোর অনুষ্ঠানে উপস্থিত থাকেছেন এর পরেও। তবে এখন অসুস্থ ‘সাগিনা মাহাত’-র বাড়িতেই সময় কাটে। প্রতি বছর জন্মদিনে বহু প্রবীণ ও নবীন শিল্পীরা তাঁকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে উপস্থিত হন। কিন্তু শুক্রবারে তাঁর জন্মদিন কাটল নিঃশব্দেই,কেউ আসেনি তাঁর বাড়িতে। কারণ দিলীপ কুমারের স্ত্রী তথা প্রাক্তন অভিনেত্রী সায়েরা বানু করোনা আবহে সকলকেই নিষেধ করেছিলেন বাড়িতে আসতে। উল্লেখ্য চলতি বছরই দিলীপ কুমার হারিয়েছেন তাঁর ছোট দুই ভাইকে। দু’জনেই মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে। 


তবে সোশাল মিডিয়ায় কেউ থেমে থাকেননি কিংবদন্তি এই অভিনেতাকে শুভেচ্ছা জানাতে। অমিতাভ বচ্চন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা সহ ফুল উপহার পাঠিয়েছেন। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান, অজয় দেবগন সহ বলিউডের বহু শিল্পী-কলাকুশলী। সূত্র মারফত জানা গিয়েছে, আজকাল স্মরণ শক্তি ও দেহের জোর অনেকটাই হারিয়ে ফেলেছেন দিলীপ কুমার। আমরা এখন দেখি সেলেবদের প্রেম, বিবাহ এবং শেষে বিচ্ছেদ তখন এক উদাহরণ তৈরি করেছেন। সেই দিকে দিলীপ কুমারের থেকে বয়েসে ২২ বছরের ছোট স্ত্রী সায়রাবানু ২২ বছর ধরে উঠতে বসতে তাঁর সর্বক্ষণের সাথী। কোনও সন্তানাদি না থাকা সত্বেও ' বৈরাগ' এর জুটি একমুহূর্তের জন্য বৈরাগী হয়ে যাননি।    


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post