বড় পর্দায় ধ্যানচাঁদের বায়োপিক


বলিউডে বিভিন্ন ক্রিকেটার, ফুটবলারের বায়োপিক দেখছেন দর্শকরা। সম্প্রতি কিছু দিন আগে দাবারু বিশ্বনাথ আনান্দের বায়োপিকের করার ঘোষণা হয়েছে। এবার বড়ো পর্দায় মুক্তি পাচ্ছে কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যানচাঁদের বায়োপিক। পরিচালক অভিষেক চৌবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ধ্যানচাঁদের বায়োপিকের কথা ঘোষণা করেন। ছবিটি মুক্তি পাবে ২০২২ সালে। ধ্যানচাঁদের বায়োপিকে তাঁর চরিত্রে কে অভিনয় করবেন তা অবশ্য এখনো জানাননি পরিচালক। ধ্যানচাঁদকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছিল ১৯২৮, ১৯৩২, ১৯৩৬ সালের অলিম্পিকে ভারতের সোনা জয়ে। ১৯২৮ সালে আমস্টারডাম অলিম্পিকে ভারতের হয়ে ১৪টি গোল করেছিলেন ধ্যানচাঁদ। ১৯৩২ সালের লস এঞ্জেলস অলিম্পিকে আমেরিকার বিরুদ্ধে ২৪-১ গোলে জয় পেয়েছিল ভারত। তাঁর অন্যতম কারিগর ছিলেন কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যানচাঁদ। ১৯৫২ সালে তাঁর আত্মজীবনী প্রকাশ পায় “গোল”।     


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post