রেফারিং নিয়ে ফেডারেশনকে লিখিত অভিযোগ লাল-হলুদের


এসসি ইস্টবেঙ্গল চলতি আইএসেলসে বারেবারে রেফারিংয়ের শিকার হয়েছে। এবার ক্লাবের পক্ষ থেকে সরাসরি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) কাছে জমা দিল লিখিত অভিযোগ। শুক্রবার ফেডারেশনের কাছে জমা দেওয়া অভিযোগে বলা হয়েছে, খারাপ রেফারিংয়ের জন্য বারবার ভুগতে হচ্ছে দলকে। তাই বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে ফুটবল ফেডারেশনের কাছে। গত ম্যাচে জামশেদপুর এফসি-র বিপক্ষে খেলার ২৪ মিনিটের মাথায় দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেন লিংডো। ফলে তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি রাহুল কুমার গুপ্তা। রেফারির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ লাল-হলুদ শিবির। 

সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদের ঝড় তুলেছে লাল-হলুদ সমর্থকরা। এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলারও দাবি করেছেন খারাপ রেফারিংয়ের শিকার হয়েছেন তাঁরা। এমনিতেই নর্থ ইস্টের বিপক্ষে দু’টো নিশ্চিত পেনাল্টি পাওয়া থেকে বঞ্চিত হয় লাল-হলুদ শিবির। এই নিয়েও একটা ক্ষোভ ছিল। পরে লিংডোকে দেখানো লালকার্ডে সেই ক্ষোভের আগুনে ঘি পড়ে। তাই ফেডারেশনের কাছে এসসি ইস্টবেঙ্গলের জমা দেওয়া অভিযোগ পত্রে উল্লেখ করা হয় তারা যেন এবার থেকে রেফারি নিয়ে সতর্ক হয়। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post